শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) ॥ খুলনার পাইকগাছায় করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রতিষেধক দ্বিতীয় ধাপের টিকা প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২য় ধাপে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীতিশ চন্দ্র গোলদার।
উদ্বোধনকালে তিনি জানান, আজ পর্যন্ত উপজেলার ২২ হাজার মানুষ টিকা গ্রহনের জন্য নিবন্ধন করেছেন। তবে খুলনা সিভিল সার্জন অফিস থেকে আমরা চিনের দেওয়া সিনো ফার্মের মাত্র ৪ হাজার ডোজ টিকা পেয়েছি। আর তাই এখন পর্যন্ত আবেদনকারীদের সকলকে টিকার আওতায় আনা সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মুখপাত্র ইফতেখার বিন রাজ্জাক জানান, নিবন্ধনের তুলনায় টিকার সরবরাহ খুবই কম। আবেদন করলেও সকলকে টিকার আওতায় আনা সম্ভব হয়নি। তাই উপজেলাবাসীর চাহিদা অনুযায়ী আমাদের এখনও কয়েক হাজার ডোজ টিকার প্রয়োজন রয়েছে।
দ্বিতীয় ধাপের টিকা প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালট্যান্ট চিকিৎসক সুজন কুমার সরকার, আরএমও সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার প্রশান্ত কুমার মন্ডল, মোঃ সাইফুল্লাহ ইবনে মান্নান, মাধুরী মজুমদার ।