খুলনার পাইকগাছায় নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় পিতার উপর অভিমান করে মন্দিরের আড়ায় রশিতে ঝুলে স্বাধীন মন্ডল (১৮) নামের এক তরুণ আত্মহত্যা করেছে।
সে উপজেলার গড়ুইখালীর পাতড়াবুনিয়া এলাকার বাসিন্দা মুকুন্দ মন্ডলের পুত্র।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে বাড়ির পাশ্ববর্তী মনসা মন্দিরের আড়া থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ ওই তরুণের মরদেহটি উদ্ধার করেছে।
নিহতের পিতা মুকুন্দ মন্ডলের উদ্বৃতি দিয়ে পুলিশ জানায়, তার পুত্র স্বাধীনের একটি পুরনো মোটরসাইকেল রয়েছে। গত কয়েকদিন যাবত সেটি বিক্রি করে পিতার কাছে ছেলে নতুন মোটরসাইকেলের বায়না ধরে। তবে নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় পিতার উপর অভিমান করে সে রোববার সন্ধ্যায় বাড়ির পাশের একটি মন্দিরের আড়ায় রশিতে ঝুলে আত্মহত্যা করে।
এরপর পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ/
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post