Print Date & Time : 4 July 2025 Friday 6:23 pm

পাইকগাছায় পৃথক দু’টি ছিনতাই

শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি॥ পাইকগাছায় একই দিনে দু’টি পৃথক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনায় জনতার সহায়তায় থানা পুলিশ সবুজ (২৮) নামে একজনকে ছিনতাইকৃত টাকা, ঘুমের ট্যাবলেট ও অন্যান্য সরঞ্জামসহ আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সবুজ তার বাড়ি খুলনার বৈকালিতে বলে জানিয়েছে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (৬ অক্টোবর) বেলা ১২ টার দিকে কয়রার মহেশ্বরীপুরের লোকা গ্রামের আনিছুর রহমান পাইকগাছার ইসলামী ব্যাংক থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করে পায়ে হেঁটে প্রধান সড়কের উপর দিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি আরিফা মার্কেট সংলগ্ন এলাকায় পৌছালে পিছন থেকে সবুজ তার গায়ে বমি করে হাতে থাকা ব্যাগ কেটে ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় জুলি শেখসহ অন্যরা ছুটে এসে সবুজকে আটক করে পুলিশকে খবর দেয়।

এদিকে উপজেলার লস্কর ইউনিয়নের উত্তর খড়িযা গ্রামের গৌবিন্দ মন্ডল জানান, একই দিন বেলা ১ টার দিকে আলমদিনা হোটেলের পাশ থেকে ছিনতাইকারীরা তার ১৫ হাজার টাকা পকেট কেটে নিয়েছেন।

এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এজাজ শফী বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে চক্রটি সক্রিয় হয়েছে । তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা হেফাজতে সবুজের জিজ্ঞাসাবাদ চলছিল।