শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছার শ্রীরামপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানা পুলিশ আক্তার হাজরা (৩৫) নামে এক জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আক্তারকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার কপিলমুনির শহরতলী শ্রীরামপুর গ্রামের আব্দুল আজিজ হাজরার ছেলে আক্তার হাজরা দীর্ঘ দিন ধরে একই এলাকারিএক প্রতিবন্ধী কিশোরীকে উত্যক্ত ও প্রলুব্ধ করে ধর্ষণ করে আসছিল। ঘটনাটি জানাজানি হওয়ায় কিশোরীর পিতা থানায় একটি অভিযোগ দাখিল করে।
এরপর শুক্রবার রাতে থানা পুলিশ বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত আক্তারকে থানায় নিয়ে সকালে উভয় পক্ষকে মুখোমুখী জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পায়। এরপর আক্তারের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে। মামলা নং-১২, তারিখ ০৪/০৬/২২ ইং।
এব্যাপারে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত আক্তারকে গ্রেফতারপূর্বক শনিবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post