Print Date & Time : 13 September 2025 Saturday 10:58 pm

পাইকগাছায় বিভিন্ন সংগঠণের পক্ষে স্মারকলিপি প্রদান

শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) ॥ খুলনার পাইকগাছায় ৪ বছরের শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (১ আগস্ট) দুপুরে স্থানীয় ভূমিহীন সংগঠন, নিজেরা করি ও এলাকাবাসীর পক্ষে এ স্মারকলিপি প্রদান করা হয়।

যার অনুলিপি উপজেলা চেয়ারম্যান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জকে প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে উপজেলার গোপালপুর গ্রামের মোঃ শরীফ গোলদারের ছেলে মোঃ মোক্তার গোলদার (৭০) গত ২৩ জুলাই বিকেলে প্রতিবেশি ৪ বছরের শিশু কন্যাকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ির ছাদে ডেকে এনে ধর্ষণ করে। এরপর কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে বিষঢটি তার মাকে জানায়।

ঐ দিনই শিশুটির পিতা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দাখিল করলে থানা পুলিশ ঐদিনই অভিযুক্ত মোঃ মোক্তার গোলদারকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় জিআর- ১৯৬/২০২১ নং মামলা হয়।

বর্তমান শিশুসহ তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত মামলার চার্জশিট প্রদানের দাবিতে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে ঐ স্মারকলিপি প্রদান করেছে।

এ সময় উপস্থিত ছিলেন, ভুমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি নারায়ন চন্দ্র মন্ডল, সহ-সভাপতি সবিতা ঢালী, সম্পাদক রোকেয়া বেগম, সদস্য মধু বালা দাস, নিজেরা করি বিভাগীয় সংগঠক আবুল খায়ের মজনু, উপকেন্দ্র প্রতিনিধি রিনা মন্ডল, কর্মী লিপন সরকার, অনামিকা মন্ডল, ফাতেমা খাতুন, মাহাবুবর রহমান, জিএম রাজু, ভিকটিমের পিতা-মাতাসহ এলাকাবাসী।