Print Date & Time : 12 September 2025 Friday 6:22 pm

পাইকগাছায় বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ

শেখ দীন মাহমুদ, পাইকগাছা(খুলনা)॥ পাইকগাছায় বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ মামলায় আদালতে আতœসমর্পণ করেছে আসামী রকি শেখ। এসময় তার আইনজীবি আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তা না মঞ্জুর করে জেল-হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন।

এর আগে হরিঢালীর আমজেদ শেখ’র ছেলে রকি শেখ গত ১৯ জুন দুপুরে বৃষ্টির মধ্যে উপজেলার সোনতনকাঠি গ্রামের জনৈকা বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে পরিত্যক্ত বাগান বাড়ীতে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হওয়ায় স্থানীয়ভাবে মিমাংশার জন্য রকির পিতা বিভিন্ন মাধ্যমে মিমাংশার প্রস্তাব দেয়।

তবে ধর্ষিতার ভাই জুয়েল সকল প্রস্তাব প্রত্যাখ্যান করে রকির বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার নং-১৯। এরপর মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান একাধিকবার রকিকে গ্রেফতারে চেষ্টা করেও ব্যার্থ হন। সেই থেকে দীর্ঘ দিন পলাতক থাকার পর গতকাল রকি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করেন।

এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এজাজ শফী বলেন, ধর্ষণের ঘটনা প্রমানে ইতোপূর্বে ভিকটিমের সংগৃহিত ও সর্বশেষ আসামীর ডিএনএ নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।