শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছার কপিলমুনিতে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কথিত কিশোর গ্যাংয়ের প্রধান লিটন সরদার মেহেদী (২৫) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে। এতে তার মেরুদন্ড থেকে শুরু করে পেটের নাড়ি-ভূড়ি পর্যন্ত বেরিয়ে গেছে। এসময় মেহেদীর সাথে থাকা ভাই হাসান ঠেকাতে গেলে তারও হাতে কোপ মারে তারা। ঘটনার শিকার মেহেদী উপজেলার নাছিরপুর গ্রামের আবছার মল্লিকের ছেলে। অন্যদিকে লিটন একই এলাকার তালেব সরদারের ছেলে।
জানাগেছে, মেহেদী নাছিরপুর এলাকার জনৈক শাহাজানের ছেলের কাছে ৭ হাজার টাকা পাইত। উক্ত পাওনা টাকা চাওয়ায় লিটন তার পক্ষ নিয়ে মেহেদীর টাকা আটকে দেয়। বিষয়টি তারা লিটনের বাড়িতে নালিশ করে। এঘটনায় লিটন ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে ফোন করে মেহেদীকে পাওনা টাকা নেওয়ার জন্য তার বাড়ীর সামনে ডাকে। খবর পেয়ে মেহেদী ও তার ভাই হাসান ঘটনাস্থলে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা লিটনসহ অন্তত ৫ জন পাশের বাগান থেকে বেরিয়ে আকষ্মিক মেহেদীর মেরুদন্ড বরাবর কো বসিয়ে নাভী পর্যন্ত টান দেয়। এসময় পাশে দাঁড়িয়ে থাকা তার ভাই হাসান তাকে ঠেকাতে গেলে তারা তারও হাতে কোপ বসিয়ে দেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কপিলমুনি আমেনা ক্লিনিক ও পরে তালা হাসপাতালে নেয়। সেখানে মেহেদীর অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সর্বশেষ তার অবস্থা অবনতির দিকে রয়েছে বলে জানানো হয়েছে।
স্থানীয়রা জানায়, কিশোর গ্যাং নামে লিটনের নিজস্ব একটা সন্ত্রাসী গ্রুপ রয়েছে। যাদের অধিকাংশরাই বয়সে কিশোর। বিভিন্ন সময় তারা সংঘবদ্ধ হয়ে এলাকায় চুরি, ডাকাতি, ঘের দখলসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। ইতোপূর্বে তার নামে চুরি, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।
পাইকগাছা থানা অসিার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, ঘটনার কথা তিনি শুনেই বিস্তারিত খোঁজ-খবর নিয়েছেন। তবে এনিয়ে থানায় এখনও কোন অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও সাংবাদিকদের জানান তিনি।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post