শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) ॥ খুলনার পাইকগাছায় সাবেক স্ত্রীর নামে ফেসবুকে ভূয়া আইডি খুলে স্বামী-স্ত্রীর পুরনো দিনের অন্তরঙ্গ মূহুর্তের ছবি পোস্ট দেওয়ার অপরাধে থানা পুলিশ অভিযুক্ত সাবেক স্বামী আবু সাঈদ ওরফে বাপ্পী (২৩) কে গ্রেফতার করেছে। এ ঘটনায় শুক্রবার (৬ আগস্ট) রাতে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হলে ঐ রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
থানা পুলিশ জানায়, ২০২০ সালের ১৮ অক্টোবর উপজেলার গদাইপুর ইউনিয়নের সোহরাব শেখ’র মেয়ের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার নোয়াকাটি গ্রামের মুজিবর শেখ’র ছেলে আবু সাঈদ বাপ্পীর।
তবে মাদকাসক্ত, চারিত্রহীনসহ নানা অভিযোগে বিয়ের প্রায় ৯ মাস পর চলতি বছরের ৩ জুলাই আবু সাঈদ বাপ্পীকে তার স্ত্রী তালাক দেন।
এদিকে তালাকনামা হাতে পাওয়ার পর আবু সাঈদ তার সাবেক স্ত্রীর নামে ফেসবুকে একটি ফেইক (ভুয়া) আইডি খুলে কম্পিউটারের মাধ্যমে তাদের স্বামী-স্ত্রীর বিভিন্ন সময়ের অন্তরঙ্গ মূহুর্তের ছবি এডিট করে পোস্ট দেয়। যা ইতোমধ্যে উপজেলাসহ নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পর সাবেক স্ত্রীর পিতা সোহরাব শেখ শুক্রবার (৬ আগস্ট) রাতে বাদী হয়ে পাইকগাছা থানায় পর্নোগ্রাফি আইনে আবু সাঈদ বাপ্পীকে আসামি করে পর্ণোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।
থানার ওসি এজাজ শফীর তত্ত্বাবধানে রাতেই এসআই আসাদুজ্জামান তাকে গ্রেফতার করেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী জানান, অভিযোগ পাওয়ার পর খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর নির্দেশে ঐ রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবু সাঈদ বাপ্পীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার বিরুদ্ধে আনিত অভিযোগের ব্যাপারে স্বীকার করেছে বলেও জানান তিনি। শনিবার (৭ আগস্ট) তাকে আদালতে প্রেরণ করা হয়।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post