Print Date & Time : 5 July 2025 Saturday 12:52 am

পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে সাইকেল প্রদান

শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) ॥ পাইকগাছায় মুক্তিযোদ্ধা ও অস¦চ্ছল পরিবারের মেধাবী স্কুল পড়–য়া শিক্ষার্থীদের মাঝে খাদ্যমন্ত্রণালয়ের দেওয়া সাইকেল প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তানে শনিবার (০৯ অক্টোবর) সকালে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রণালয়ের উপ-সচীব ড.সাবিনা ইয়াসমিন,বিশেষ অতিথি ছিলেন, জেল প্রশাসক মনিরুজ্জামান তালুকদার।

এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,সহকারী কমিশনার( ভূমি) মোঃ শাহরিয়ার হক।

সভায় বক্তব্য রাখেন,শেখ শাহাদাৎ হোসেন বাচ্ছু ও সুরাইয়াবানু ডলি।

সবশেষে মুক্তিযোদ্ধা ও অচ্ছল পরিবারের ৭ জন স্কুল পড়ুয়া ছাত্রীদের মাঝে খাদ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে উপসচিব সাবিনা ইয়াসমিন সাইকেল প্রদান করেন।