শেখ নাদীর শাহ্ ,পাইকগাছা(খুলনা):
খুলনার পাইকগাছায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল হোসেন ওরফে পঁচা ওরফে হঠাৎ বাবু (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
সে উপজেলার প্রতাপকাটি গ্রামের বাসিন্দা আজিজ গাজীর ছেলে।
শনিবার (২২ জুলাই) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, গত ২০১০ সালে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করে পাইকগাছা থানা পুলিশ। ওই মামলায় চলতি বছরের ২৭ জুন খুলনা দায়রা জজ আদালত তাকে অস্ত্রের জন্য ১০ বছর ও গুলির জন্য ৭ বছরসহ সর্বোমোট ১৭ বছরের সশ্রম করাদন্ডাদেশ প্রদান করেন। যদিও ২০১০ সাল থেকেই পালাতক ছিল কুখ্যাত সন্ত্রাসী হঠাৎ বাবু।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এস//

Discussion about this post