Print Date & Time : 7 July 2025 Monday 3:42 pm

পাইকগাছায় সোয়া দু’লাখ মানুষকে করোনার টিকা প্রদান

শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় এখন পর্যন্ত করোনা ভাইরাসের সোয়া দু’লাখ টিকা প্রদান করা হয়েছে। চলতি টিকাদান কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার এমন তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ২৯ জন টিকা গ্রহনের জন্য নাম নিবন্ধন করেছেন। সর্বশেষ গত ২৪ ঘন্টায় রেজিস্ট্রেশন করেছেন ১ হাজার ৭ জন। মোট টিকা প্রদান করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৯ শত ৬৯ ডোজ। শনিবার (২৭ নভেম্বর) পর্যন্ত ২৪ ঘন্টায় মোট ২ হাজার ৫ শত ৯১ ডোজ টিকা প্রদান করা হয়েছে।

কোভিশিল্ড/এস্ট্রেজেনিকা প্রথম ডোজ মোট ৬৯ হাজার ১শত ৯৭ জনকে এবং ২য় ডোজ মোট ১৯ হাজার ৯ শত ৬২ জনকে টিকা প্রদান করা হয়েছে।

২৪ ঘন্টায় প্রথম ডোজ ২ হাজার ১ শ’ ৪৩ জনকে এবং ২য় ডোজ ১শ’ ৯৩ জনকে প্রদান করা হয়েছে। সিনোফার্ম/ভেরোসেল ১ম ডোজ মোট ৭৭ হাজার ২ শ’ ৯৫ জনকে এবং দ্বিতীয় ডোজ মোট ৫০ হাজার ৫ শ’ ১৫ জনকে প্রদান করা হয়েছে। এ টিকা দ্বিতীয় ডোজ ২৪ ঘন্টায় ২ শত ৫৫ জন কে প্রদান করা হয়েছে।

ইউএইচএফপিও ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ নীতিশ চন্দ্র গোলদার সকলের প্রতি অনুরোধ জানিয়ে আরো বলেন, সবার কাছে আমার ম্যাসেজ যারা কোভিশিল্ড (এস্ট্রেজেনিকা) টিকা নিতে চান ৩০ নভেম্বরের মধ্যে রেজিষ্ট্রেশন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে অথবা কমিউনিটি ক্লিনিক হতে টিকা গ্রহন করুন। নির্ধারিত সময়ের পরে কোভিশিল্ড টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে সকলকে সতর্ক করেন তিনি।