Print Date & Time : 3 July 2025 Thursday 5:25 pm

পাইকগাছায় হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার

শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা) ॥ পাইকগাছা উপজেলার কাটাবুনিয়া থেকে হারিয়ে যাওয়া ল্যাপটপ মাত্র ৪ দিনের মধ্যে উদ্ধার করে দিয়েছে থানা পুলিশ। গত ১৩ জুলাই উপজেলার কাটাবুনিয়া গ্রামের আরশাফুজ্জামানের ছেলে ইমদাদ’র ল্যাপটপটি চুরি যায় ত ১৩ জুলাই। এরপর তিনি পাইকগাছা থানায় এ সংক্রান্তে একটি জিডি করেন।

এরপর গত শনিবার (১৭ জুলাই) পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফির প্রচেষ্টায় ল্যাপটপটি উদ্ধার করে মুল মালিকের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, এরপর থানার জিডিটি প্রত্যাহার করা হলেও কোথা থেকে কিভাবে ল্যাপটপটি উদ্ধার হয়েছে এবং তার সাথে কেউ জড়িত ছিলেন কিনা এর বিস্তারিত জানানো হয়নি।