শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) ॥ পাইকগাছার হরিঢালীর নোয়াকাটি এলাকায় ৮ বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনায় স্থানীয় শালিসে ৮ হাজার টাকা জরিমানায় মিমাংশা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১২ জুলাই) দুপুরের দিকে।
পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন দুপুরের দিকে নোয়াকাটির রফিকুল সরদারের ছেলে সৌরভ (১৬) শিশুটিকে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় প্রাইমারী ¯ু‹ল সংলগ্ন তার পিতার একটি চাযের দোকানে নিয়ে যায়। এরপর বৃষ্টি শুরু হলে দোকানে কোন লেকজন না থাকার সুযোগে সৌরভ তাকে দোকানের মধ্যে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে জোরপূর্বক বলাৎকার করে। ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরলে নানীসহ প্রতিবেশীরা তার লুঙ্গিতে রক্তমাখা দেখে এর কারণ জানতে চায়। ঐসময় তার পায়ুপথ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এসময় সে বিষয়টি তাদের খুলে বললে তাৎক্ষণিক তাকে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরপর সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে এনে স্থানীয় ডাক্তারের তত্ত্বাবধায়নে চিকিৎসা করা হয়।
জানাযায়, শিশুটির বাড়ি পাইকগাছা উপজেলার বান্দিকাটি এলাকায়। তার পিতার নাম সাইফুল ইসলাম। সে নোয়াকাটিতে তার নানার বাড়িতে থাকে।
ঘটনায় পরের দিন মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল ৪ টার দিকে বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য মো: রাজীব গোলদারের বাড়িতে একটি শালিসী বসে। এতে সৌরভকে ৮ হাজার টাকা জরিমানা করে বিষয়টির রফা করা হয়।
এব্যাপারে সংশ্লিষ্ট ইউপি সদস্য রাজীব গোলদারের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে তারা উভয় পক্ষ তার কাছে গেলে তিনি প্রথমে থানায় মামলা করার পরামর্শ দেন। তবে তারা মামলা করতে রাজী নাহওয়ায় উভয় পক্ষের সম্মতিতে বিষয়টির স্থানীয়ভাবে মিমাংশা করে দেওয়া হয়।

Discussion about this post