Print Date & Time : 2 September 2025 Tuesday 11:42 pm

পাইকগাছা কৃষি কলেজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিনে হস্তান্তর

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছায় সদ্য নির্মিত কৃষি কলেজটি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিনে হস্তান্তর করা হয়েছে।

সদ্য প্রতিষ্ঠিত কলেজটি সর্বশেষ গত ২২ডিসেম্বর ২৪’ শিক্ষামন্ত্রালয়ের সিদ্ধান্তে খুবি’তে হস্তান্তর করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হিসেবে কলেজটি পরিচয় বহন করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ দিকে সর্বশেষ কৃষি কলেজটি বিশ্ববিদ্যালয়ের অধিনে হস্তান্তরের পর খুবি’র ভাইস চ্যান্সেলর ড.মোঃ রেজাউল করিম বুধবার (১৫ জানুয়ারী) সকালে বিশেষজ্ঞ প্রতিতিনিধি দল নিয়ে কলেজের একাডেমি ভবন, এডমিন ভবন, শিক্ষক-শিক্ষার্থীদের আবাসিক ভবন, ক্লাস রুমসহ সার্বিক উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।

এসময় ভাইস চ্যান্সেলর বলেন, দক্ষিণাঞ্চলের এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে দক্ষ মানব সম্পদ গড়তে সাধ্যমত চেষ্টা অব্যাহত থাকবে। তিনি আরোও বলেন, পরিকল্পনা মতে চলতি বছরের জুলাইয়ে ক্লাশ শুরুর সম্ভাবনা রয়েছে।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড, মোঃ নূরুন নবী, প্রজেক্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রফেসর ড, মোঃ খসরুল আলম, প্লানিং ডিরেক্টর প্রফেসর ড. সাইফুল ইসলামসহ খুবি’র অধ্যাপকবৃন্দ।

এসময় ভাইস চ্যান্সেলর’র সাথে উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ ও বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামানের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা সৌজন্য সাক্ষাত করেন।