Print Date & Time : 24 August 2025 Sunday 8:38 am

পাটখেতে শিশুর মরদেহ, আটক ১

শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট:
লালমনিরহাটের খুনিয়াগাছ ইউনিয়নের ছেকনাপাড়ার একটি পাটক্ষেতে জুনায়েদ(৯) নামে এক শিশুর মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

রবিবার রাতে এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদ করতে নাহিদ (১৩) নামের এক কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে। হত্যার শিকার শিশু জুনায়েদ একই গ্রামের মোঃ দুলাল হোসেনের ছেলে। আটক নাহিদ একই গ্রামের মানিক হোসেনের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়। রবিবার সন্ধ্যার একটু পূর্বে শিশু জুনায়েদ, নাহিদ সহ কয়েকজন মিলে বাড়ির আঙ্গিনায় খেলছিল। সন্ধ্যার পরপর বিদ্যুত চলে যায়। পরিবারের লোকজন শিশু জুনায়েদ খোঁজাখুঁজি করে। বাড়িতে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজ করেন। পরিবারের স্বজনরা এমনিতে আতঙ্কিত ছিল। কারণ ক’দিন আগে ওই গ্রামে পরিত্যক্ত তামাক ক্ষেতে একটি শিশুকে মেরে ফেলে পুতে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত পরিবারের শঙ্কাই সঠিক হয়ে গেলো। রাত সাড়ে ৮টায় বাড়ির অদুরে পাটখেতের ভিতরে শিশুটির মরদেহ পরে থাকতে দেখেন স্বজনরা।
নিহত শিশু জুনায়েদের মা জাহানারা জানান, তিনি তার সন্তানকে আধাঘন্টা আগেও শিশুদের সাথে খেলতে দেখেছেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, প্রাথমিক তদন্তে দেখে গেছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে ক্লু উদ্ধার করা যায়নি। খুব সতর্কতার সহিত আটক শিশু নাহিদ কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশের ফরেন্সিক ময়নাতদন্ত মর্গে হয়েছে। লাশ শিশুটির পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//