পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর এলাকায় অবৈধভাবে পাথর ভাঙায় তিন মেশিন মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এসময় তিন মেশিন মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেন।
জানা গেছে, বুড়িমারী, শ্রীরামপুুর ইউনিয়ন ও স্থলবন্দর এলাকায়অবৈধভাবে কয়েকশত পাথরভাঙ্গা মেশিন বসিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাথর ভাঙ্গার কাজ করানো হয়।
বিশাল খোলা মাঠে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অবৈধ প্রক্রিয়ায় দেদারছে পাথর ভাঙ্গায় পাথরের ধূলোয় পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।
অবৈধভাবে পাথর ভাঙ্গার এ কাজ বন্ধে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ টি পাথর ভাঙ্গা যন্ত্রের মালিককে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ এর ৮ ধারা মোতাবেক ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। মেশিন মালিকেরা হচ্ছে বুড়িমারী স্থলবন্দরের আরশি ট্রেডার্সের স্বত্তাধিকারী রণজিত চন্দ্র রায়কে ১০ হাজার টাকা, এসএস ট্রেডার্সের স্বত্তাধিকারী আশরাফুল আলমকে ৮ হাজার টাকা ও সওদাগর ওভারসীজ ট্রেডার্সের স্বত্তাধিকারী হুমায়ুন কবির সওদাগরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক বিজন কুমার ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বলেন, ‘পরিবেশ ও বায়ু দূষণ রোধ এবং অবৈধ পাথর ভাঙ্গা বন্ধে ভ্রাম্যমান আদালত নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post