পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এম পি, পাটগ্রাম উপজেলা নি্র্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন॥উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গাফফার, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা আওয়ামী লীগ সভাপতি পূর্ণ চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, মহিলা ভাইস চেয়ারম্যান রেজওয়ানা পারভিন সুমি প্রমুখ। উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌর সভার ১৭০০ জন কৃষকের মাঝে কৃষি প্রনোদনার আওতায় উফশী জাতের ধান বীজ ও সার প্রদান করা হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post