পাটগ্রাম লালমনিরহাট নিজস্ব প্রতিনিধিঃ পাটগ্রামে গৃহবধু হত্যার অভিযোগে আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার পাটগ্রাম উপজেলার বেংকান্দা-পাটগ্রাম আঞ্চলিক সড়কে এ মানববন্ধন ও প্রতি সমাবেশ করা হয়।
জানা গেছে ২০২৩ সালের ২৯ নভেম্বর দুপুরে গৃহবধু রুমানাকে হত্যা করে স্বামী ও পরিবারের লোকজন পালিয়ে যাওয়ায় অভিযোগ করে থানায় মামলা দায়ের করেন ওই গৃহবধুর স্বজনেরা। এরেই প্রেক্ষিতে
শুক্রবার দুপুরে পাটগ্রাম উপজেলার বেংকান্দা-পাটগ্রাম আঞ্চলিক সড়কে প্রায় পৌনে একঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে এলাকার শত শত লোকজন অংশ নেয়। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন- হত্যার শিকার গৃহবধুর দাদা আবু বক্কর সিদ্দিক, ফুফু শিল্পি বেগম ও এলাকাবাসি হামিদুল ইসলাম, জাহিদুল ইসলাম এবং মনোয়ারা বেগম প্রমুখ।
সমাবেশে বক্তারা দাবি করেন, দরিদ্র পরিবারের মেয়ে রুমানার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে দৈহিক মেলামেশার পর বিয়ে করতে রাজি হচ্ছিলনা হাবিবুর।পরে এলাকার লোকজনেরা বিয়ে দেয়। বিয়ের পর থেকেই মেয়েটিকে (রুমানা) অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে স্বামী হাবিবুর ও তাঁর বাবা-মাসহ অন্যরা।
গত ২০২৩ সালের ২৯ নভেম্বর দুপুরে বাড়িতে কেউ না থাকায় হাবিবুর মেয়েটিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হলেও হত্যাকান্ডে জড়িত মামলার আসামিদের এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি থানা পুলিশ। উল্টো হত্যাকান্ডে জড়িত আসামিরা পাটগ্রাম থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা করছে। আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি করেন স্থানীয়রা। অন্যথায় আরো কঠোর কর্মসূচী পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ চৌধুরী বলেন, ‘এ ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। রুমানার হত্যার ময়না তদন্ত প্রতিবেদন এখনও আসেনি। মামলা তদন্তাধীন ও পুলিশ এ ব্যাপারে তৎপর রয়েছে।’
দৈনিক দেশতথ্য//এইচ//