পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : পাটগ্রাম পৌর বিএনপি উপজেলা শাখার আয়োজনে শনিবার (২০ জানুয়ারি ) বিকেল ৩ টায় পাটগ্রাম সাহেব ডাঙা মিনি স্টেডিয়ামে বর্ণিল সাজে ও জমকালো আয়োজনের মাধ্যমে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের খেলা শুরু হয় ২১ ডিসেম্বর। খেলায় মোট ১৬টি টিম অংশগ্রহণ করবেন।
হাজার হাজার দর্শকের সমাগমে খেলা শুরু হয় এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে রংপুর স্যান্টস ক্লাব বনাম পাটগ্রাম উপজেলা একাদশ পাটগ্রাম অনুষ্ঠিত হয়।
এ খেলায় উপজেলা একাদশ পাটগ্রাম ৩-০ গোলের ব্যবধানে রংপুর স্যান্টস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ও পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এ,কে এম মমিনুল হক ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম,জেলা বিএনপি উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ প্রধান, উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব সফিকার রহমান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ওলাউর রহমান সোহেল, পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর কবির শামীম।
প্রিন্ট করুন
Discussion about this post