পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার বুড়িমারী-পাটগ্রাম রেলপথের ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক (৩৩) রংপুর জেলার মিঠাপুকুর থানার বলদীপুকুর এলাকার মৃত সেকেন্দর আলী ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক রেলওয়ে লালমনিরহাট সেকশনে খালাশী পদে চাকুরী করত। তিনি পরিচিত হুমায়ুুন কবির রুবেল নামের এক ব্যক্তির বিবাহ অনুষ্ঠানে এসেছিল ওই দিন শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে।
প্রত্যক্ষদর্শী উফারমাড়া এলাকার আব্দুর রাজ্জাক, হাজরা বেগম বলেন, ‘ঘুন্টি বাজার হতে রেললাইন দিয়ে হাটার সময় এবং কানে মোবাইল নিয়ে কথা বলতে বলতে সামনে এগিয়ে যাচ্ছে এসময় হঠাৎ বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। এ
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাষ্টার নুর আলম ঘটনা সততা নিশ্চিত করে বলেন, ‘সে আমাদের রেলের স্টাফ ছিলেন। বন্ধুর বাড়িতে বিয়ের দাওয়াত খেতে এসেছিল সকালে বুড়িমারী কমিউটর ৬৬ ডাউন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিয়ে খেতে এসে ট্রেনে কাটা পরে মারা গেছেন তিনি। লালমনিরহাট রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে তারা ব্যাবস্থা নিবে।
দৈনিক দেশতথ্য//এইচ//