পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ রোজার আগেই লালমনিরহাটের পাটগ্রাম বাজারে সবধরণের খেজুর সহ নিত্যপণের দাম বৃদ্ধি পেয়েছে । দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের খেজুর।
গত ১০ থেকে ১৫ দিনের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে সকল ধরনের খেজুরের দর। খুচরা ও পাইকারী ফল ব্যবসায়ীরা বলছেন, ‘মোকামে দাম বৃদ্ধির কারণে বাজারে খেজুরের দাম চড়া। দু’একদিন পরপরই দাম বৃদ্ধির কথা জানাচ্ছেন মোকামের মহাজনরা। ’
খোঁজ নিয়ে জানা গেছে, শুল্ক ও করহার বৃদ্ধি, টাকার বিপরীতে ডলারের বিনিময় হার বৃদ্ধি ও ঋণপত্র (এলসি) জটিলতার কারণে এ বছর চড়া দামে খেজুর আমদানি করতে হচ্ছে। তবে, সাধারণ ক্রেতাদের দাবি দাম বৃদ্ধির পিছনে ব্যবসায়ী সিন্ডিকেট জড়িত। এ কারণে খেজুরের বাজারের অস্থিরতা বেড়েই চলেছে।
পাটগ্রাম শহরের বাজারের ফল ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, মরিয়ম জাতের খেজুর গত দুই সপ্তাহ আগে ছিল প্রতি কেজি ৯০০ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকা থেকে ১ হাজার ৪ শ টাকা দরে। খুরমা কালো রংয়ের প্রতিকেজি খেজুর বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা দরে। যা গত দুই সপ্তাহে ছিল ৭০০ টাকা কেজি। খুরমা বাদামি রংয়ের প্রতিকেজি খেজুর বিক্রি হচ্ছে ৮ শ টাকায় যা গত দুই সপ্তাহের আগে ছিল ৫ শ ২০ থেকে ৫ শ টাকা। আজওয়া খেজুর প্রতিকেজি বিক্রয় মূল্য ১ হাজার ১০০ টাকা। যা গত কয়েকদিন আগে ছিল ৯ শ টাকা। জাহিদি জাতের খেজুর প্রতিকেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রয় হচ্ছে ৩৫০ টাকা দরে। দাবাস জাতের খেজুর প্রতিকেজি দর বেড়েছে ২ শ টাকা। গত ১০ দিন আগে ২ শ ৫০ টাকা প্রতিকেজি মূল্যে বিক্রয় হলেও বর্তমানে ৪ শ ৫০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে। এ ছাড়াও নূর খেজুর প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭ শ টাকায়, যা গত দুই সপ্তাহ আগে ছিল ৫ শ ৫০ টাকা। মাশরুম জাতের খেজুর প্রতিকেজি বিক্রি হচ্ছে ১ হাজার ২ শ টাকা, যা গত দুই সপ্তাহ আগে ছিল ৭ শ টাকা। খেজুর কিনতে আসা ক্রেতারা জানান রমজান মাসে অন্যান্য দেশে খেজুর ও নিত্যপণ্যের দাম কমে আর বাংলাদেশে তার উল্টো এখানে শুরু হয় দর বৃদ্ধির প্রতিযোগিতা ‘খেজুরের বাজার খুব চড়া। এতদামে খেজুর কিনে ইফতারে খাওয়া সমস্যাই হবে। সবাই কিনতে পারবে না।
সিন্ডিকেট ছাড়া এত দাম বৃদ্ধি কিভাবে সম্ভব?’ পাটগ্রাম বাজারের বিসমিল্লাহ ফল ভান্ডারের প্রতিনিধি পাভেল ইসলাম বলেন, ‘ঢাকায় ফলের মোকামে প্রতি জাতের খেজুরের দাম প্রায় দ্বিগুণ দরে কিনতে হচ্ছে। এ কারণে বাজারে খেজুরের দাম বেশি। বিগত বছরের চেয়ে এবারে সবচেয়ে বেশি বেড়েছে খেজুরের দাম।’
পাটগ্রাম পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইবাদুজ্জামান বাপি বলেন, বাজারে সবধরণের ফলের দাম বেড়েছে। এরমধ্যে খেজুরের দাম অনেক বেশি। ব্যবসায়ীরা বেশি দামে পণ্য কিনলে তো বেশি দরেই বিক্রি করবে। যথোপযুক্ত দরের বাইরে অতিরিক্ত দামে বিক্রি না করতে, আমরা ব্যবসায়ীদেরকে সতর্ক করেছি।’
এ ব্যাপারে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম বলেন, ‘খেজুরের দাম বাড়তির বিষয়টা জানি। বাজার মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে। উপযুক্ত দামের চেয়ে কেউ অতিরিক্ত দামে বিক্রি করলে আমরা ব্যবস্থা নিবো।’
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post