Print Date & Time : 21 August 2025 Thursday 3:11 am

পাটগ্রামে নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে পাটগ্রাম উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদের আয়োজনে বাইসাইকেল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপির) অর্থায়নে পাটগ্রাম উপজেলার ৪০টি স্কুল ও মাদ্রাসার ৪০জন নারী শিক্ষার্থীর মাঝে প্রত্যেককেই একটি করে বাইসাইকেল প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।