পাটগ্রাম লালমনিরহাট (সংবাদদাতা) :লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক ভারতীয় যুবক রাকেশ হোসেন (৩০) নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) ভোরে পাটগ্রাম কালিরহাট সীমান্তের ৮৫৭ নাম্বার পিলারে ৬ নম্বর সাব পিলারের নিকট ভারতের অভ্যন্তরে এঘটনা ঘটে।
নিহত রাকেশ হোসেন (৩০) সে কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পুর্ব খাতের বাড়ি এলাকার হাফিজুল মিয়ার ছেলে বলে জানা যায়।
জানা গেছে, পাটগ্রাম উপজেলার তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) আওতাধীন কালিরহাট সীমান্তের ৮৫৭ নং মেইন পিলারের ৬নং সাব পিলাবের কাছে ভারতে অভ্যন্তরে উত্তর টেপুরগাড়ী নামক স্থানে ভারতীয় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ন মিরাপ্পা ক্যাম্পের টহলদল চোরাকারবারীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে এতে ভারতীয় যুবক নিহত হয়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই যুবকের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিস্তা -২ ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মুসাহিত মাসুম বলেন, সীমান্তের কয়েক রাউন্ড ফায়ার হয়েছে বিষয়টি আমরা বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। বিষয়ে বিজিবি- বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে আহ্বান করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post