পাটগ্রাম, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিহাট জেলার পাটগ্রাম উপজেলায় আল কারীম মুজাহিদ কমপ্লেক্স ও মাদ্রাসার উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে পাটগ্রাম টি এন উচ্চ বিদ্যালয় মাঠে ২২ ডিসেম্বর সন্ধ্যায় উক্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
সাইখুল হাদিস মুফতি মোঃ ফজলুল করিম শাহারিয়া সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা ও লাল মনিরহাট ১ আসনের সম্ভাব্য প্রার্থীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ওয়াজ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম, সাহেবজাদা, পীর সাহেব চরমোনাই (রহঃ) ও চেয়ারম্যান পাঁচ নম্বর চরমোনাই ইউনিয়ন পরিষদ। প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী, মোহাদ্দিস চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা, চরমোনাই, বরিশাল। আর ওয়াজ করেন পাটগ্রাম সাহেবডাঙ্গা মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি মোঃ আবুল কাশেম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তাগন দীর্ঘ ১৬ বছরের জুলুম, নির্যাতন ও ফ্যাসিবাদের কথা বলে ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Discussion about this post