পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে
।
পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে এ উপলক্ষে পাটগ্রাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শনিবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.এইচ.এম সালাউজ্জামান ফারুক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাটগ্রাম পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদেরকে লাচ্ছা সেমাই, চিনি, দুধসহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন। প্রায় আড়াই শত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের মাঝে এসব উপহার সামগ্রীর প্যাকেট দেয়া হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ও বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এইচ//