পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বৃদ্ধ আমির হোসেনকে (৭০) পিটিয়ে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ২২ আগস্ট দুপুর সাড়ে বারোটার দিকে ওই ইউনিয়নের বুড়িরবাড়ী তালপট্টি এলাকার বাসিন্দা আমির হোসেনের পুকুরে মাছ ধরতে থাকে প্রতিবেশী চান্দু মিয়া। আমির হোসেন চান্দুকে মাছ ধরতে বাধাঁ প্রদান করলে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চান্দু আমিরের গোপন অঙ্গে (অন্ডকোষে) লাথি মারে। এতে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে আমিরের। নিহতের বাবার নাম ফজর আলী প্রামানিক। এ ঘটনার পর থেকে চান্দু মিয়া পলাতক রয়েছে।
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।