নিজস্ব প্রতিনিধি পাটগ্রাম (লালমনিরহাট) : অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় ভারতীয় নাগরিক শফিউদ্দিনকে (৫০) আটক করেছে বিজিবি।
সোমবার দিবাগত রাতে তাঁকে আটক করা হয়।
বিজিবি জানায়, সীমান্তের ৮৭১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের নিকট দিয়ে প্রায় ৫০ গজ অভ্যন্তরে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালিরহাটের টেপুরগাড়ী উত্তরপাড়া গ্রামে প্রবেশ করে শফিউদ্দিন। এ সময় ৬১ বিজিবি ব্যাটালিয়ন (তিস্তা-২) এর কালিরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁকে আটক করে।
শফিউদ্দিন ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৫ ওসুল পুকুরী গ্রামের মৃত জহির উদ্দিন ওরোফ ডানটার ছেলে। মঙলবার (৭ মে) সকালে বিজিবি শফিউদ্দিনকে ১৯৫২ সালের প্রবেশ নিয়ন্ত্রণ আইনের ৪ ধারায় একটি মামলা দেখিয়ে তাকে পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
পাটগ্রাম থানার দায়িত্বরত সহকারি উপপুলিশ পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম বলেন, ‘বিজিবি কর্তৃক আটক থানা হেফাজতে থাকা ওই ভারতীয় নাগরিক শফিউদ্দিনকে মামলা সংক্রান্ত কার্যক্রম শেষে আদালতে পাঠানো হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post