পাটগ্রাম লালমনিরহাট নিজস্ব প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ভূমি সেবা,স্মার্ট নাগরিক, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাটগ্রাম ভূমি অফিসে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ।
পাটগ্রাম ভূমি অফিসের আয়োজনে সপ্তাহ ব্যপী এ মেলায় পাটগ্রাম উপজেলার জনগণের হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা।
উপজেলার প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে চলছে ৮ জুন হতে ১৪ জুন পর্যন্ত এ সেবা সমুহ। এতে রয়েছে ই- নাম জারী, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খাজনার টাকা পরিশোধ, মৌজা ম্যাপ,খতিয়ান দেয়া সহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা।
পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান জানান সরকার ভূমি সেবা জনগণের দোড় গোড়ায় পোঁছে দিতে এবং আরও সহজ লভ্য করতে ইতিমধ্যে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। ভূমি পরিসেবার অটোমেশন সিস্টেম চালুর মাধ্যমে ই- মিউটেশন, অনলাইনে ভূমি উন্নয়ন কর দেয়া,ডিজিটাল রেকর্ড রুম,রাজস্ব মামলা ব্যবস্থাপনা,জলমহাল, বালু মহাল ইজারা দেয়া,অন লাইনে ৫ কোটির বেশি খতিয়ান এন্ট্রি, খতিয়ানের জন্য আবেদন ও ডাক যোগে খতিয়ান সরবরাহ, ডিজিটাল ল্যান্ড জোনিং,ডিজিটাল ভূমি তথ্য ব্যাংক, এবং ভূমি সেবা দেয়ার হট লাইন নম্বর ১৬১২২ চালু করন,জনবান্ধব ও হয়রানি মুক্ত ভূমি সেবায় এনেছে আধুনিকতার ছোয়া।
তিনি আরও জানান ভূমি সমস্যা সমাধানে নতুন আইন প্রনয়ন,ভূমি সমস্যা প্রশমিত করার জন্য বিদ্যমান আইন ও বিধির সংস্কার মানব সম্পদ ব্যবস্থাপনার সিস্টেম( এইচ এম আর এস) প্রবর্তন করা হয়েছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম জানান উপজেলার খাস জমি,হাট বাজার ও জলমহাল, বালু মহাল গুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা ও অনলাইনে ডাটা বেইজ প্রনয়ন করা হচ্ছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post