পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় দীর্ঘদিন পর ফুটবল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পাটগ্রাম পৌর বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামানুসারে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪,স্থানীয় সাহেবডাঙ্গা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে ২০ ডিসেম্বর বিকেলে সাহেব ডাংগা স্টেডিয়াম মাঠে পাটগ্রাম পৌর বিএনপি’র সভাপতি ও শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক মোস্তফা সালাউজ্জামান ওপেল স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান সহ দলীয় নেতৃবৃন্দগন। ফুটবল খেলায় মোট ১৬ টি দল অংশ গ্রহন করবেন।
২১ ডিসেম্বর ২০২৪ শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন বি এন পির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পাটগ্রাম হাতীবান্ধা এলাকার সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।

Discussion about this post