পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
পাটগ্রাম পৌর বিএনপির আয়োজনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২১ ডিসেম্বর শনিবার বিকেলে পাটগ্রাম সাহেবডাঙ্গা স্টেডিয়ামে পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল এর সভাপতিত্বে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।
অনুষ্ঠান বক্তব্য রাখেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের আহবায়ক আলহাজ্ব শহীদুল্লাহ প্রধান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব শপিকার রহমান, আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান,পাটগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, জগতবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজার রহমান মিলন,জামায়াতে ইসলামীর উপজেলা আমীর শোয়াইব আহমেদ, পাটগ্রাম এপি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় পাটগ্রাম ঠাকুর পাড়া বীনা পানি যুব সংঘ ১ – ০ গোলে রানী শংকৈল ফুটবল একাডেমি ঠাকুরগাঁও কে হারিয়েছে।

Discussion about this post