Print Date & Time : 22 August 2025 Friday 5:14 pm

পাটগ্রামে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাটগ্রামের আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে জন্মাষ্টমী পালন করা হয়েছে।

এ উপলক্ষে সকাল ১১ টায় পাটেশ্বরী মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাটগ্রাম উপজেলা সভাপতি রনজির কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল।
এসময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্য শওকত হায়াত প্রধান বাবু, পাটগ্রাম পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত রঞ্জন রায়,হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ পাটগ্রামের সাধারণ সম্পাদক অনুপ কুমার রায় লিটন, পাটগ্রাম পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি সন্জিব কুমার সাহা, পাটগ্রাম হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি রতন কুমার সাহা,বিএনপি নেতা মোর্শেদ আলম শ্যামল,বিএনপি নেতা কাকন সিদ্দিকী প্রমুখ।
মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম।