পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ পাটগ্রাম পৌর সভার আয়োজনে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ বৃহস্পতিবার পৌর চত্বরে সকাল ১১ টায় পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট এর সভাপতিত্বে সর্বজনীন পেনশন স্কীমের সুফল ও সুবিধা সমূহ জনসাধারণের মাঝে তুলে ধরার হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, সুফল ও সুবিধা নিয়ে আলোচনা করেন পাটগ্রাম সোনালী ব্যাংক পি এল সি শাখার ব্যবস্থাপক সুমন কুমার বাগচি, মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এএইচ এম সালাউজ্জামান ফারুক, পাটগ্রাম এ পি সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এএসএম সাইদুর রহমান, ছাত্র লীগ উপজেলা সভাপতি আল মামুন শুভ,পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম প্রধান, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মনোয়ারা বেগম,যুব মহিলা লীগের তানিয়া মির্জা প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post