Print Date & Time : 26 August 2025 Tuesday 1:29 pm

পাটগ্রামে স্কুল ও মাদরাসার প্রধান শিক্ষকগনের সাথে মতবিনিময়

পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধঃ পাটগ্রাম উপজেলার মাধ্যমিক পর্যায়ে উপজেলার মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও মাদরাসা প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার প্রধান শিক্ষক গনের আয়োজনে শহীদ আফজাল হোসেন মিলনায়তনে শনিবার সকাল ১০টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

  পানবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম এবং বিশেষ অতিথি পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচএম মাহবুবুল ইসলাম সহ বিভিন্ন প্রধান শিক্ষক গন উপস্থিত ছিলেন।