Print Date & Time : 3 July 2025 Thursday 4:19 pm

পাটগ্রামে স্বেচ্ছাসেবী মিলন মেলা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রামে রক্ত কনিকা স্বেচ্ছাসেবী সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার পাটগ্রাম উপজেলা অডিটোরিয়াম হলে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তুরস্ক প্রবাসী আন্তর্জাতিক তরুণ উদ্যোক্তা, ও বিশিষ্ট সমাজসেবক শিহাব আহমেদ।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা জামায়াতের সাবেক আমির সহকারী অধ্যাপক আতাউর রহমান, পাটগ্রাম পৌর জামায়াতের আমির সোহেল রানা, সেক্রেটারী মিরু হাসান, পাটগ্রাম ইসলামি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুল ইসলাম।
দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকেল ৩ টায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, পাটগ্রম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সপিকার রহমান, উপজেলা বিএনপির সদস্য শওকত হায়াত প্রধান বাবু প্রমুখ।