Print Date & Time : 10 May 2025 Saturday 7:58 pm

পাটগ্রাম থানায় ওপেন হাউস ডে পালন

পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম থানায় পুলিশের ওপেন হাউজ ডে পালন করা হয়েছে।
পাটগ্রাম থানা পুলিশের আয়োজনে ২৬ নভেম্বর সকালে থানার অফিসার ইনচার্জ করা হয়।
আশরাফুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম রাজু, জামায়াত নেতা মাওলানা আতাউর রহমান, পাটগ্রাম পৌর বিএনপি সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, বিএম কলেজের অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু, ছাত্র সম্বনয়ক গোলাম আজম প্রমুখ। সভায় পাটগ্রাম-লালমনিরহাট রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, মাদক সেবন, চোরাচালান, ট্রাফিক আইন, অনলাইন জুয়া, দহগ্রাম ও বুড়িমারী সীমান্ত দিয়ে মানব পাচার, জমা-জমি সংক্রান্ত বিরোধ, অবৈধ বোমা মেশিন দিয়ে পাথর বালু উত্তোলন, বাল্য বিবাহ রোধে আলোচনা হয়। শেষে পুলিশ সুপার প্রতিটি এলাকায় ভলান্টিয়ার টিম গঠণ করে সকল সমস্যার সমাধান কল্পে পুলিশ ও জনগনের মধ্যে কানেকটিভিটি বাড়াতে তিনি সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।