Print Date & Time : 21 July 2025 Monday 2:03 am

পাটিকাবাড়ীতে জামায়াতে ইসলামীর সাংগাঠনিক কমিটি গঠন

কুষ্টিয়া প্রতিনিধি : পাটিকাবাড়ী ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি থানা সেক্রেটারী মোঃ রফিকুল ইসলাম,  বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের উলামা বিভাগের সেক্রেটারী মাওঃ আবু সুফিয়ান শাওন ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ উসমান গনি।

প্রধান অতিথি মোঃ রফিকুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব আলোচনা করেন। আলোচনা শেষে তিনি পাটিকাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ ও বাজার ভিত্তিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কমিটি গঠন করেন।

উক্ত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব প্রাপ্ত হলেন মাহমুদ বিন আক্কাস (রজব), সহ সভাপতি মোঃ আব্দুল কাদের, সেক্রেটারী মোঃ আশাদুল ইসলাম (আশা), সহকারী সেক্রেটারী মোঃ তোফাজ্জল হোসেন, বায়তুলমাল সম্পাদক মোঃ নাজিম উদ্দীন। মোঃ ইকবাল হোসেনের অনুষ্ঠানটি পরিচালনা করেন।