Print Date & Time : 26 August 2025 Tuesday 5:48 pm

পাথর উত্তোলনের গর্তে ডুবে শ্রমিকের মৃত্যু

পাটগ্রাম লালমনিরহাট নিজস্ব প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বোমা মেশিনে পাথর উত্তোলনের সময় গর্তে ডুবে বিষাদু মিয়া (৩৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার ১২ আগস্ট দুপুরে উপজেলার শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে।

স্থানীয়র লোকজন জানান , অবৈধভাবে বোমা মেশিন দিয়ে ভুগর্ভস্থ পাথর উত্তোলন করে ব্যবসা করছেন একটি চক্র।

প্রতিদিনের ন্যায় সোমবার সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর ২নং ওয়ার্ড বুলু মাস্টারের ঘাট এলাকায় ধরলা নদীতে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করছে একটি চক্র।
এ সময় কাজ করে বাড়ি ফেরার সময় পাথর উত্তোলনের গর্তে পড়ে ডুবে যান শ্রমিক বিষাদু মিয়া।
পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বিকেল সাড়ে চারটায় সময় রংপুর থেকে ডুবুরি দল এসে শ্রমিক বিষাদুর লাশ উদ্ধার করে।

শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আতাউর রহমান বলেন, অনেক খোঁজা খুঁজি করার পরেও তার সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিস ও রংপুর থেকে ডুবুরি দল এসে লাশ উদ্ধার করা হয়।

দেশতথ্য//এইচ//