Print Date & Time : 7 July 2025 Monday 8:23 pm

পায়রা বন্দরের নৌবাহিনীর যুদ্ধজাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): মহান বিজয় দিবসে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরে বাংলাদেশ নৌবাহিনীর বানৌজা অপরাজেয় যুদ্ধ জাহাজ জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এসময় সাধারণ মানুষ এ জাহাজের কলাকৌশল ও ব্যবহৃত যন্ত্রাংশ দেখন। সরাসরি জাহাজ পরিদর্শনের সুযোগ পাওয়ায় খুশি আগতরা।

জানা যায়, সোমবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত পায়রা বন্দরে (সার্ভিস জেটি) বাংলাদেশ নৌবাহিনীর বানৌজা অপরাজেয় জাহাজটি জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত করা হয়। জাহাজটি এক নজর দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে পায়রা বন্দরে আসে স্থানীয় ও পর্যটকরা। এসময় জাহাজের কলাকৌশল ও ব্যবহৃত যন্ত্রাংশ দেখন আগতরা।

দর্শনার্থী ইব্রাহিম মল্লিক বলেন, জাহাজটি ঘুরে দেখে আমার খুব ভালো লেগেছে। এখানে অনেক কিছু জানার ও শেখার আছে।

সালমা আক্তার বলেন, সচরাচর আমাদের এই জাহাজগুলো দেখার সুযোগ হয় না। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী জাহাজটি জনসাধারণের জন্য উন্মুক্ত করায় আমাদের দেখার সুযোগ হয়েছে।

বানৌজা অপরাজেয় এর কমান্ডার এস এম এলমে আজম বলেন, আজকের এই দিনে জনসাধারণের জন্য জাহাজটি উন্মুক্ত করায় সাধারণ মানুষ ও নৌবাহিনীর মধ্যে সম্পর্কের উন্নয়ন হচ্ছে। তিনি আরও বলেন, নতুন প্রজন্মে আমাদের সম্বন্ধে জানতে পারছে এবং দেশ গঠন ও দেশ সেবায় বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানের জন্য উদ্বুদ্ধ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।