Print Date & Time : 24 August 2025 Sunday 10:11 pm

পায়ে হেঁটে কুয়াকাটা পৌছালো তিন রোভার স্কাউট

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে প্রচন্ড তাপদাহে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পটুয়াখালীর কুয়াকাটা পৌছালো রোভার স্কাউটের ৩ সদস্য

গত সোমবার দিবাগত রাত ১০টায় রোভার স্কাউটের তিন সদস্য অনিক কুমার সাহা, মোঃ অমিত হাসান ও মাসরাফি কুয়াকাটার খানাবাদ ডিগ্রী কলেজে গিয়ে পৌছায়।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় ‘প্লাস্টিক দূষণ সমাধনে, শামিল হই একসাথে’, ‘মাদক পরিহার করি, সুস্থ জীবন গড়ি’, ‘ট্রাফিক আইন মানবো, নিরাপদ জীবন গড়বো’- এসব শ্লোগান সামনে রেখে রোভার স্কাউটের এই তিন সদস্য গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের প্রধান ফটক থেকে তাঁরা যাত্রা শুরু করেন।
ওই তিন রোভার স্কাউট সদস্যদের মধ্যে অনিক কুমার সাহা গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী। এছাড়া অমিত হাসান ও মাসরাফি কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের লেখাপড়া করছে।
যাত্রাপথে তারা বিভিন্ন শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে স্থানীয়দের বিদুৎ অপচয় কমাতে সচেতনতা, দুর্নীতি রোধ, প্লাস্টিক বর্জন, জলবায়ু রক্ষা, পলিথিনের বিকল্প ব্যবহার বিষয়ে সচেতনাতামূলক প্রচারণায় অংশ নেন।
রোভার টিমের সদস্য অমিত হাসান জানান, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে দরকার স্মার্ট নাগরিক। কিন্তু বর্তমান যুবসমাজ নেশাসহ নানা অপরাধে জড়িয়ে গেছে। নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে ও দক্ষ জনবল তৈরিতে স্কাউট তথা রোভারিংয়ের বিকল্প নেই।

দৈনিক দেশতথ্য//এইচ//