Print Date & Time : 7 July 2025 Monday 4:19 pm

পারভেজ হত্যা : দৌলতপুরে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে দৌলতপুর অনার্স কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে দৌলতপুর অনার্স কলেজ চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে দৌলতপুর উপজেলা ছাত্রদল কর্মী খালিদ হাসান আরজুর সভাপতিত্বে দৌলতপুর কলেজ ছাত্রদলের আহবায়ক মিরন হাসান আলামিন,সদস্য সচিব মুভিরুল ইসলামসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।
এসময় ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রুত সময়ে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত না করা হলে আগামীতে কঠোর কর্মসূচির হুশিয়ার দেন বক্তারা।