Print Date & Time : 16 September 2025 Tuesday 12:34 am

পার্বতীপুরে জীবনের নিরাপত্তা চেয়ে শিক্ষিকার সংবাদ সম্মেলন

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে উপজেলার ঝাউপাড়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরোজা খাতুন নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।

আজ সোমবার দুপুরে পার্বতীপুর প্রেসক্লাবে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে জানান, বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসমা খাতুন ও সহকারী শিক্ষিকা তৈয়বা খাতুন শিক্ষিকা আফরোজা খাতুনকে কারনে আকারনে মানষিক ও শারিরিক নির্যাতন করে আসছে। আফরোজা জানায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিদ্যালয়ে বিভিন্ন সময়ে দায়িত্বরত অবস্থায় ঘুমাতেন এবং বিলম্বে বিদ্যালয়ে আসতেন। এসব কারনে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাঠদানে বিঘ্নঘটে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের নিকট অভিযোগ করলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। উপজেলা শিক্ষা অফিসার এর নিকট অভিযোগ করলে উল্টো কর্মকর্তাদের নির্লিপ্ততার সুযোগে আসমা-খাতুন তার আত্মীয় স্বজনকে লেলিয়ে দিয়ে আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমি আমার মাকে নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছি। আমার মাকে যে কক্ষে বসিয়ে রাখা হয় সেই কক্ষের জানালার পাশে কীটনাশক বিষের পানি ছিটিয়ে রাখা হয়। এছাড়াও আমাকে বলা হয় যে, মাকে নিয়ে বিদ্যালয়ে আসবেন না।

আসমা খাতুনের শ্বশুর বাড়ি বিদ্যালয় সংলগ্ন গ্রামে হওয়ায় তিনি তার ফুপা শ্বশুর ও অজ্ঞাত যুবকদেরকে আমার পেছনে লেলিয়ে দিয়েছে। তারা আমাকে বাস্তাঘাটে আটক করে উত্যক্ত করে। আফরোজা খাতুন বলেন, আমি সাংবাদিকদের মাধ্যমে আমার নিরাপত্তা হীনতার বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাগনের দৃষ্টি আকর্ষন করছি।