Print Date & Time : 10 May 2025 Saturday 4:18 pm

পার্বতীপুরে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

মোঃ রুকুনুজ্জামান (পার্বতীপুর) দিনাজপুরঃ দিনাজপুরের পার্বতীপুরে কাভার্টভ্যান ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে শাহিনুর আলম (৩৫) পিতা-বুলু গ্রাম- মিধ্যাপাড়া, সুখদেব কুমার রায় (৫৪) কলিডাংগা রামপুর, দুইজনের মৃত্যু হয়েছে।

এঘটনায় সাজেদুর রহমান (৪০) নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। সকালে
পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের হাজীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা
জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্টভ্যান টি সৈয়দপুর যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছালে মুখোমখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এঘটনায় ঘাতক কাভার্টভ্যানসহ চালক ইলিয়াছ আলীকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবতীপুর মডেল থানার ওসি আব্দুস সালাম।

এবি//দৈনিক দেশতথ্য //জানুয়ারী ২৯,২০২৫//