Print Date & Time : 27 August 2025 Wednesday 1:55 pm

পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ আটক ১ জন

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি:

দিনাজপুর পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্ডা নগদ টাকা ও মোবাইল সহ ১ জন গ্রেফতার। জানাজায়, রবিবার (২২ জুন) সন্ধ্যার সময় পাবতীপুর পশ্চিম হুগলীপাড়া এলাকায় সেনাবাহিনী ও পার্বতীপুর মডেল থানার পুলিশ এক অভিযান চালায় নিষিদ্ধ নেশা জাতীয় টেবলেট ট্যাপেন্ডা মোবাইল ফোন এবং নগদ টাকা সহ মৃত্যু আফজালুর রহমানের ছেলে আঃ রউফ (৩২) অপুকে আটক করেছে। অভিযান কালে জব্দ করা হয়েছে ট্যাপেন্ডা ২২৮৯ পিস মোবাইল ফোন ৮টি নগত টাকা পঁচাত্তর হাজার ছয়শত সত্তর টাকা।

পার্বতীপুর মডেল থানার তদন্ত ওসি জাকির হোসেন জানায় সন্ধ্যা রাতে এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চালায়। এতে নিষিদ্ধ টাপেন্ডা টেবলেট মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার সহ এক জনকে আটক করা হয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ আটককৃত ব্যক্তিকে দিনাজপুর আদালতে প্ররন করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//