Print Date & Time : 15 March 2025 Saturday 12:33 am

পার্বতীপুর রেলওয়ে স্টেশনে যুবকের আত্মহত্যা

মোঃ রুকুনুজ্জামান (পার্বতীপুর) দিনাজপুরঃ
দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে স্টেশনের ৫ নং প্লাটফর্মের দক্ষিণ পাশে মারুফ (১৯) নামে এক যুবক আত্নহত্যা করেছে।

জানাযায়,আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে পার্বতীপুরের ৫ নং প্লাটফর্মের দক্ষিণ পাশে আনুমানিক ১০০ মিটার দক্ষিণে রেলওয়ে ইয়ার্ড সংলগ্ন এলাকা থেকে রেলওয়ে থানাপুলিশ সাব ইন্সপেক্টর খালেদ আনোয়ারের নেতৃত্বে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে গিয়ে জানাযায়, সে সকাল ৭ টার দিকে ঐ যুবক আত্ম হত্যার ঘটনা ঘটায়।

নিহতের পরিচয় নিশ্চিত করে তার বড়ভাই মাহাফিজুর তাকে সনাক্ত করে কাঁদতে কাঁদতে জানায়, তার বাবা নাই সে এতিম তার মা-ও শয্যাশায়ী সে একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করে তার উর্পাজনে সংসার চলে এবং সে পড়াশোনা করে। দারিদ্রতার কারণে হতাশা এবং হতাশা থেকেই তার ছোট ভাই আত্মহত্যা করে থাকতে পারে।
তার বাড়ী উপজেলার ৬ নং মমিনপুর ইউনিয়নের যশাই সৈয়দপুর গ্রামে পিতার নাম মৃত্যু ইদ্রিস মোল্লা। সে গতকাল দুপুরে বাড়ি থেকে বের হয়ে যায়। গত কাল থেকে খোঁজা-খুঁজির পর আজ আমার প্রানের ভাইকে পেলাম লাশ রুপে।

পার্বতীটির রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এটি একটি আত্মহত্যার ঘটনা। এ ব্যাপারে থানায় একটি ইউ ডি মামলা হয়েছে।