নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুরে মীর মনি (৯০) নামের এক পাহারাদারের দগ্ধ ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বিজনগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তার হাত, পা ও পিঠ অগ্নিদগ্ধ এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহত মীর মনি মিরপুর উপজেলার বিজনগর এলাকার মৃত আমিরের ছেলে। সে একই গ্রামের আব্দুর রাজ্জাক মিঠুর বাড়ীতে পাহারাদারের কাজ করতেন।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজনগর গ্রামের আব্দুর রাজ্জাক পরিবার নিয়ে ঢাকায় থাকেন। তার বাড়ীতে দীর্ঘদিন ধরে পাহারাদার হিসেবে চাকরি করতেন বৃদ্ধ মনি। ওই বাড়ীর একটি ঘরে তিনি থাকতেন। শনিবার সকালে স্থানীয়রা মনিকে দেখতে না পেয়ে জানালা দিয়ে ঘরের ভেতর তার দগ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। তার হাত, পা ও পিঠ অগ্নিদগ্ধ এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। কারা এবং কি কারণে এই হত্যাকান্ড ঘটিয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৯ জুন২০২৪

Discussion about this post