Print Date & Time : 8 July 2025 Tuesday 3:12 pm

পায়রায় রবিবার থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু

গোফরান পলাশ , কলাপাড়া: পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে এমভি অ্যাথেনা নামের একটি কয়লাবাহী জাহাজ। আজ শনিবার সকাল থেকে দ্রুত গতিতে চলছে কয়লা খালাস কার্যক্রম। এ কয়লা দিয়ে আগামীকাল রাত থেকে একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারে কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে এসে পৌছায় এ জাহাজটি। গতকাল সকাল থেকে লাইটারের মাধ্যমে কিছু কয়লা খালাস করা হয়। পরে শুক্রবার দিবাগত রাত তিনটায় জাহাজটি তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসে বন্দর কর্তৃপক্ষ।

গত ৫ জুন কয়লার অভাবে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। পায়রাৎ বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশে লোড শেডিং অনেকটা কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক দেশতথ্য// এইচ//