Print Date & Time : 13 March 2025 Thursday 11:07 am

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে কর্মশালা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
গতকাল বুধবার (৬জুন) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা এডভোকেসি নেটওর্য়াক এর আয়োজনে জাতীয় মহিলা সংস্থার আইভি রহমান অডিটরিয়াম এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার সমাপণী দিনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সনদ ও উপকরণসামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক শায়েদা আকতার,সদর উপজেলা তথ্য ও সেবার্ কর্মকর্তা সিফাত এ মনজুর ।
কর্মশালার সার্বিক সহযোগিতা করেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কর্মকর্তা শাহজাহান মিয়া। মানবাধিকার সুশাসন, নারীর ক্ষমতায়ন,জেন্ডার সমতা বিষয়ক সেশন উপস্থাপন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান বাধন,যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজার এর উপ-পরিচালক মিজানুর রহমান,মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক শায়েদা আকতার,সমাজসেবা বিভাগে উপ-পরিচালক মো:রাসেদুজ্জামান চৌধুরী, সদর উপজেলা তথ্য ও সেবার্ কর্মকর্তা সিফাত ই মনজুর,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসীম উদ্দিন।

দৈনিক দেশতথ্য//এল//