হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া)কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিপুলবাড়ীয়াতে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ঝাঁকজমকপূর্ণভাবে শেষ হয়েছে।
খেলায় কামালপুর ক্রিকেট একাদশ ও কালিদাসপুর ক্রিকেট একাদশ ফাইনাল অংশগ্রহণ করে।
শনিবার বিকেলে উপজেলার পিপুলবাড়ীয়া সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনে করেন পিপুলবাড়ীয়া যুব সমাজ।পরে খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দল কালিদাসপুর ক্রিকেট একাদশ ও রানার্সআপ দল কামালপুর ক্রিকেট একাদশের হাতে পুরষ্কার তুলে দেন।
পুরষ্কার বিতরণীতে খলিসাকুন্ডি ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মো. সেলিম বিন জামান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম বখতিয়ার, আওয়ামী লীগ নেতা বেনজির আহমেদ বাবু খান, সাবেক ইউপি সদস্য বেদালী মন্ডল,দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র যুগ্ন সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিরোজ আল মামুন, সদস্য ইমন খান সহ পিপুলবাড়ীয়া ক্রিকেট টুর্নামেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১০ ফেব্রুয়ারি ২০২৪
প্রিন্ট করুন
Discussion about this post