Print Date & Time : 2 August 2025 Saturday 3:29 am

পিপুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি রাজিব

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পিপুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪ সদস্যের অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

এতে মো.আব্দুল্লাহ আল মামুন(রাজিব)কে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ ) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান সই করা পিপুলবাড়ীয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০২৪ এ প্রবিধান ৬৪ এবং উপ প্রবিধান ১ এর আলোকে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এ্যাডহক কমিটিকে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হল।

তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক মো.আরোজুল ইসলাম সদস্য সচিব,আতিয়ার রহমানকে অভিভাবক সদস্য ও মো. শরিফুল কবীরকে শিক্ষক প্রতিনিধি করা হয়েছে।