আজম রেহমান, ঠাকুরগাঁওঃ জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান জেলাআওয়ামীলীগের সহ.সভাপতি আলহাজ্ব মো: আখতারুল ইসলাম মোটর সাইকেল প্রতীক নিয়ে ১২ হাজার ৪শ’ ৮৫ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ৬০ হাজার ৮শ’ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৩শ’ ১৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ইত্তেশাম উল হক মিম ৬৩ হাজার ৯ শ’ ৮৫ ভোটের ব্যবধানে তালা প্রতীক নিয়ে ৮১ হাজার ৭শ’ ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মো: আবু সাইদ আকলিমুর রহমান আরেফিন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৭ শ’ ২৭ ভোট, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা:মাহফুজা বেগম ৮ হাজার ৫ শ’ ২৪ ভোটের ব্যবধানে কলস প্রতীকে ৪৮ হাজার ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মহিলা আওয়ামীলীগ নেত্রী ভারতী রানী রায় হাঁস প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৫শ’ ৫৭ ভোট। প্রতিটি পদেই বিশাল ব্যবধান হওয়ার পিছনে ছিল বিএনপির নীরব ভোট প্রদান। সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম বুধবার রাতে উপজেলা পরিষদ সভা কক্ষে এ নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। চেয়ারম্যান পদে নির্বাচিত আখতারুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের বিগত কাউন্সিলে বিজিত ইমদাদুল হক-রেজওয়ানুল হক বিপ্লব প্যানেলের কাছে হেরে গিয়ে উপজেলা আওয়ামীলীগের পদ-পদবী থেকে বাদ পড়েন। কয়েক বছরের ব্যবধানে তিনিই উপজেলা নির্বাচণে বিজয়ী হয়ে উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।
তিনি দল মত শ্রেনী নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের ভোট পেয়েছেন। তবে স্থানীয়দের মতে, আওয়ামীলীগের শরিকদল জাতীয় পার্টির এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ এবং তার ছেলে আওয়ামীলীগ সম্পাদকের পক্ষ নিয়ে প্রত্যক্ষ নির্বাচনে অংশ নিয়ে সভা সমাবেশে বক্তব্য দিয়ে ভোট প্রার্থনা করার জের হিসেবে উপজেলা বিএনপি নেতারা ক্ষেপে গিয়ে বর্তমান এমপির বিপরীতে অংশ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের জয়ী করান। এ উপজেলায় ২ লক্ষ ৬ হাজার ভোটের মধ্যে ভোট কাষ্ট হয় ১ লক্ষ ২১ হাজার যা সারা দেশে নজির বলা যায়।
দৈনিক দেশতথ্য//এইচ//